পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 প্রকাশ: ১২ মে ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়)  :


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ও পরে সিএনজি'র ( পাগলু) চাপায় তিথি রানী (১২) নামক ৫ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১২মে) সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের পঞ্চগড়-আটোয়ারী সড়কের জুগিকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তিথি সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। কাঁচা রাস্তা থেকে পাকা সড়কে ওঠার সময় তাকে ধাক্কা দেন এক মোটরসাইকেল আরোহী। তাৎক্ষণাৎ মেয়েটি সাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে।  সাথে সাথেই পিছন দিক থেকে আসা একটি সিএনজি (পাগলু) মেয়েটির ওপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত তিথি রানী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকার পরেশ চন্দ্র বর্মণের মেয়ে। সে স্থানীয় গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও মেয়েটির পরিবারের বরাত দিয়ে ধামোর ইউনিয়ন পরিষদের সদস্য পশিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক রহিমুল ইসলাম   বলেন, ওই ছাত্রীকে মৃত্যুর পরে হাসপাতালে আনা হয়েছে। শিশুটি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। মাথার বাইরে ও ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিঞা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



সারাদেশ এর আরও খবর: